ঢাকা রবিবার
০৮ সেপ্টেম্বর ২০২৪
০৬ জুন ২০২৪

ডিএসইতে পিই রেশিও কমেছে


Reporter01
79

প্রকাশিত: ২৫ মে ২০২৪
ডিএসইতে পিই রেশিও কমেছে Collected from online



বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ৮ দশমিক ৬৪ শতাংশ বা ০ দশমিক ৯৪ পয়েন্ট। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক ৮৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯ দশমিক ৯৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০ দশমিক ৯৪ পয়েন্ট বা ৮ দশমিক ৬৪ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে ৬.৪ পয়েন্ট, সিমেন্ট খাতে ৯.৪ পয়েন্ট, সিরামিকস খাতে ৭৮.২ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৫.৮ পয়েন্ট, আর্থিক খাতে ৩৫.৭ পয়েন্ট, খাদ্য খাতে ১৩.৯ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯.৭ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৪.৩ পয়েন্ট, আইটি খাতে ১৮.২ পয়েন্ট, পাট খাতে ১৮.২ পয়েন্ট, বিবিধ খাতে ৩৪.১ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১২২.৭ পয়েন্ট, কাগজ খাতে ২০.২ পয়েন্ট, ওষুধ খাতে ১৩.৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৭.৩ পয়েন্ট, ট্যানারি খাতে ২৩.৮ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৪ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ৭.৩ ও বস্ত্র খাতে ১৯.১ পয়েন্ট অবস্থান করছে।


আরও পড়ুন:

বিষয়: