সিডিবিএলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমপির বিস্ফোরক তথ্য
Reporter01
171
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান কাজী ফিরোজ রশীদ সিকিউরিটিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, পুঁজিবাজারের জিম্মিদার প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। কিন্তু যারা নিজেরাই শেয়ার কেনা-বেচা করে, তাদের কাছে যদি এই জিম্মিদার সিডিবিএল রাখা হয়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? শেয়ালের কাছে মুরগী ধার দিলে যা হয়, তাই দাড়াঁইছে। মঙ্গলবার (৩০ আগস্ট) কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, জ্বালানি–সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সাম্প্রতিক পরিস্থিতি জাতীয় সংসদে আনা সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ফিরোজ রশীদ বলেন, আজকে আমার কাছে কোন শেয়ার আছে, সেটা যদি ওইলোক (সিডিবিএলে জড়িত শেয়ার ব্যবসায়ী) জানে, তাহলে সে কালকে কোনটা কিনবে এবং কোনটা বেচবে ? এজন্য বাজারে উত্থান-পতন হচ্ছে। তিনি বলেন, সিডিবিএলে যারা আছে, তাদেরই শেয়ার স্টক এক্সচেঞ্জে কেনা-বেচা হয়। এটা পৃথিবীর কোন দেশে হতে পারে না। এটা অনৈতিক। তাই সিডিবিএল বাংলাদেশ ব্যাংকের অধীনে থাকা উচিত। কিন্তু যারা মার্কেটের সবচেয়ে বড় প্লেয়ার, তাদের কাছেই এটা (সিডিবিএল) দেওয়া হয়েছে। সেজন্য আজকে জবাবদিহিতা নাই।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও

সিডিবিএলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমপির বিস্ফোরক তথ্য
৩১ আগস্ট ২০২২

রান তাড়ায় রশীদকে খেলতেই চায়নি বাংলাদেশ
৩১ আগস্ট ২০২২

বিদেশি ঋণের অর্থছাড় বাড়ল ৪৮ শতাংশ
৩১ আগস্ট ২০২২

স্টার ব্র্যান্ড প্রোমোটার কার্যক্রম শুরু করলো ওয়ালটন
৩১ আগস্ট ২০২২

ইউরোপের বাইরে মন্দার ঝুঁকি কম
৩১ আগস্ট ২০২২

‘এক বছরেই পাল্টে যাবে পুঁজিবাজারের চেহারা, লেনদেন হবে ২৪ ঘণ্টা’
১২ আগস্ট ২০২২