ঢাকা মঙ্গলবার
২৮ জানুয়ারী ২০২৫
০৬ জুন ২০২৪

রত্না নামের গৃহকর্মী নিখোঁজ


Reporter01
189

প্রকাশিত: ১৮ মে ২০২৪
রত্না নামের গৃহকর্মী নিখোঁজ Collected from whatsapp



নিজস্ব প্রতিবেদক

রত্না নামের এক গৃহকর্মী নিখোঁজ হয়েছেন। গত ৪ মে, শনিবার তিনি নিখোঁজ হন। রাজধানির নিউ ইস্কা রোড, ওয়ার্ড নং নতুন-৩৫ (পুরাতন-৫৪) রমনা থেকে তিনি কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে যান। মেয়েটির বাবার নাম মোহাম্মদ, মায়ের নাম বেগম।

মেয়েটির গায়ের রং শ্যমা, উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। মেয়েটির স্থায়ী ঠিকানা-জেলা বগুড়া, সদর থানা, ওয়ার্ড -৭, গ্রাম- মালতিগর।

কোনো সহৃদয়বা ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকলে নিচের নাম্বারে যোগাযোগের অনুরোধ রইল।

মোঃ বোরহা- ০১৭১৪২৯৭১৫৩, ০১৭১৬৭৮৩৯১৮। 


আরও পড়ুন:

বিষয়: