ঢাকা সোমবার
০৯ সেপ্টেম্বর ২০২৪
২১ জুন ২০২১

মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক


Reporter01
133

প্রকাশিত: ১১ মে ২০২৪
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক Collected from online



গেলো ৭ মে ঢাকাই সিনেমায় রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন শাকিব খান ও রায়হান রাফী। নতুন সিনেমা ‘তুফান’র টিজ প্রকাশ করে চমকে দিয়েছেন সবাইকে। দেড় মিনিটের সেই ঝলক মাত্র এক দিনেই কোটি ভিউয়ের রেকর্ড গড়েছিল। দর্শক-সমালোচক সকলে নির্বিবাদে বলছিলেন, এমন বিধ্বংসী অবতারে ঢালিউড নবাবকে আগে দেখা যায়নি। 

উচ্ছ্বাস নিয়ে ‘তুফান’র টিজ শেয়ার করেছেন সংশ্লিষ্ট সকলেই। কেবল একজন ছিলেন নির্বিকার। তিনি মিমি চক্রবর্তী। ছবির নায়িকা। তার নীরবতা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নায়িকা কি টিমের ওপর অভিমান করেছেন? সেই উত্তর যদিও পাওয়া যায়নি।
 
তবে কারও কারও ধারণা, ‘তুফান’র প্রথম পোস্টারে কেবল শাকিব খানকে দেখানো হয়েছে। এরপর প্রথম টিজেও নায়িকাদের রাখা হয়েছে বঞ্চিত, আড়ালে। সে কারণেই হয়ত অভিমান করেছেন মিমি। যদিও আরেক নায়িকা মাসুমা রহমান নাবিলা পেশাদার ভূমিকাই পালন করছেন শুরু থেকে। 

শেষমেশ টিজ প্রকাশের দুই দিন পর মিমির মান ভাঙে। বৃহস্পতিবার (৯ মে) তিনি ‘তুফান’র টিজ শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। সেই মান ভাঙার উপহার হিসেবেই যেন এবার এলো দ্বৈত পোস্টার। যেখানে শাকিব খানের সঙ্গে তাকে উপস্থাপন করা হয়েছে।
 
শনিবার (১১ মে) সকালে উন্মুক্ত করা এই পোস্টারে দেখা যায়, সাদা শার্ট আর কালো ব্লেজারে শাকিব। তার লম্বা চুল, মুখভর্তি ছোট দাড়ি, মলিন চাহনি। অন্যদিকে তার বুকে হাত রেখে প্রেমিকার ভঙ্গিমায় দাঁড়িয়ে মিমি; পরনে মেরুন ঝলমলে টপ। পোস্টারের ক্যাপশনে মিমি লিখেছেন, ‘বড় পর্দায় আসছে তুফান। এই নিন অফিসিয়াল তুফানি পোস্টার।’

অন্যদিকে একই পোস্টার শেয়ার দিয়ে শাকিব খান লিখেছেন, “বড় পর্দায় ‘তুফান’ আনতে চলেছে এই জুটি!”

প্রকাশের পর থেকে দ্বৈত পোস্টারটি সাড়াও পাচ্ছে বেশ। মাত্র এক ঘণ্টায় শাকিব-মিমির ফেসবুক পেজ মিলিয়ে এর রিঅ্যাকশন সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার! অর্থাৎ দর্শকের মাঝে ‘তুফান’র ঝড় অব্যাহত থাকছে নতুন এই পোস্টারেও। 

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে ‘তুফান’। এরইমধ্যে ছবির সিংহভাগ শুটিং শেষ হয়ে গেছে বলে জানালেন নির্মাতা রাফী। ছবিটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ।


আরও পড়ুন: