উদারতা সব বদলে দেয়
নিউজ ডেস্ক
429
প্রকাশিত: ২১ জুন ২০২১
কলকাতার আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী নুসরাত জাহান। তাকে নিয়ে প্রায়ই নতুন নতুন খবর রটছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত জাহানের নতুন পোস্ট করা ছবিকে ঘিরে চলছে তুমুল চর্চা।
গতকাল সকালে নুসরাত তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নুসরাত লিখলেন, 'উদারতা সব বদলে দেয়'।
ছবিতে দেখা যাচ্ছে একটি গোলাপি রঙের স্কার্ফ জড়িয়ে রয়েছেন তিনি। আর আকাশী জিনসের সঙ্গে স্কার্ফের সঙ্গেই এই ছবিতে তার বেবি বাম্প বোঝা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকেই।
এর আগে কলকাতার এক নামী সংবাদমাধ্যমে নুসরাতের বেবিবাম্পের ছবি ফাঁস হয়। ছবিতে দেখা যায়, নুসরাতের সঙ্গে শ্রাবন্তী সহ একাধিক তারকা রয়েছেন। ছবি প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে যায় টালিউডে।
প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে সম্প্রতি প্রায়ই আলোচনায় রয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান। নুসরাত এবিষয়ে মুখ না খুললেও প্রায় রোজই ইনস্টাগ্রাম স্টোরি কিংবা কোনও না কোনও পোস্টের মাধ্যমে নিজের বিভিন্ন ভাবনা প্রকাশ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যা আলোচনায় উঠে আসছে প্রতিনিয়ত। সূত্র: ইন্ডিয়া টুডে
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
১২ মে ২০২৪
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
১১ মে ২০২৪
আহমেদ রুবেলকে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’
০৮ ফেব্রুয়ারি ২০২৪
পাভেলের হাত ধরে টাইমস স্কয়ার বিলবোর্ডে বাংলাদেশের ৯ শিল্পী
০৩ ফেব্রুয়ারি ২০২৪
কাঁটাবন মার্কেটে ৪০০ প্রাণীর মৃত্যু স্রেফ অবহেলায়: জয়া আহসান
১৯ জুলাই ২০২১
উদারতা সব বদলে দেয়
২১ জুন ২০২১