ঢাকা রবিবার
০৮ সেপ্টেম্বর ২০২৪
০৬ জুন ২০২৪

বিএসইসি’র চেয়ারম্যানকে সিএসই’র অভিনন্দন


Reporter01
76

প্রকাশিত: ০১ মে ২০২৪
বিএসইসি’র চেয়ারম্যানকে সিএসই’র অভিনন্দন Collected from online



নিজস্ব প্রতিবেদক

আরও চার বছরের জন্য বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে পূনর্নিয়োগ পাওয়ায় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি। মঙ্গলবার (৩০ এপ্রিল) সিএসই’র বোর্ডের সদস্যরা বিএসইসি’র চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এ সময় সিএসই’র সম্মানিত চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, পরিচালক আব্দুল হালিম চৌধুরী, ডঃ রেজওয়ানুল হক খান, ইশতার মহল, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং মোঃ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিনন্দন বার্তায় সিএসি’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, আপনি বিএসইসির নেতৃত্বে আশার পর থেকে বাজার উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা বিশ্বাস করি, আপনার যোগ্য নেতৃত্তে পুঁজিবাজার একটি নতুন উচ্চতায় উন্নীত হবে।

এছাড়াও তিনি কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠাসহ এবং চলমান উন্নয়ন প্রকল্পে কমিশন ও সিএসই-র একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন।


আরও পড়ুন: