মহামারীর ক্ষতি সামলাতে না পেরে স্টুডিও বন্ধের সিদ্ধান্ত ডিজনির
নিউজ ডেস্ক
286
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১

আইস এজ' এবং 'রিও'র মত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এনিমেশন চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে এ স্টুডিওতে। বিনোদন অঙ্গনে কোভিড-১৯ মহামারীর প্রভাবের অংশ হিসেবে এবার এটি বন্ধের উদ্যোগ নেয়া হচ্ছে। মঙ্গলবার ওয়াল্ট ডিজনি তাদের এনিমেশন সিনেমা তৈরীর এ স্টুডিওটি বন্ধের ঘোষনা দিয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
"বর্তমান অর্থনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে, অনেক বিবেচনা ও মূল্যায়নের পরে আমরা ব্লু স্কাই স্টুডিওতে চলচ্চিত্র নির্মাণের কাজ বন্ধ করার মত কঠিন এই সিদ্ধান্তটি নিয়েছি," এক বিবৃতিতে স্টুডিওর একজন মুখপাত্র এ কথা জানান।
ডিজনি, যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের গ্রীনিচ শহরে অবস্থিত এই স্টুডিওটির মালিকানা গ্রহণ করে ২০১৯ সালে। সে সময় তারা ৭১ বিলিয়ন ডলার চুক্তিতে আমেরিকার আরেকটি বহুজাতিক গণমাধ্যম কর্পোরেশন টুয়েন্টি-ফার্ষ্ট সেঞ্চুরি ফক্সেরও অধিগ্রহণ করেছিল। মহামারীর কারণে ডিজনিকে গত বছর তার বেশিরভাগ থিম পার্ক এবং মুভি স্টুডিওগুলো বন্ধ রাখতে হয়েছিল। ফলে তীব্র আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে হলিউডের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানটিকে।
শোনা যাচ্ছে, ডিজনির এই পদক্ষেপ ৪৫০ জন কর্মচারীর ওপর প্রভাব ফেলবে। ডিজনি পিক্সার এবং ডিজনি অ্যানিমেশন স্টুডিওগুলোও ডিজনির মালিকানাধীন। বৃহস্পতিবার সংস্থাটি তার ত্রৈমাসিক ফলাফলের প্রতিবেদন প্রকাশ করবে বলে জানায় রয়টার্স।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও

সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
১২ মে ২০২৪

মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
১১ মে ২০২৪

আহমেদ রুবেলকে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’
০৮ ফেব্রুয়ারি ২০২৪

পাভেলের হাত ধরে টাইমস স্কয়ার বিলবোর্ডে বাংলাদেশের ৯ শিল্পী
০৩ ফেব্রুয়ারি ২০২৪

কাঁটাবন মার্কেটে ৪০০ প্রাণীর মৃত্যু স্রেফ অবহেলায়: জয়া আহসান
১৯ জুলাই ২০২১

উদারতা সব বদলে দেয়
২১ জুন ২০২১