ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

চুল পড়ে যাচ্ছে? ব্রাক্ষ্মী তেলেই আছে সমাধান


নিউজ ডেস্ক
254

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২১
চুল পড়ে যাচ্ছে? ব্রাক্ষ্মী তেলেই আছে সমাধান



চুলে চিড়ুনি দিলেই হাত ভর্তি দেখা যায় শুধু চুল। প্রতিদিন এমন চুল পড়তে পড়তে কমছে চুলের ঘনত্ব। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে চুল নিয়ে আপনাকে অনেক সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে। এমন সমস্যা হয়ে থাকলে আজই আপনাকে ব্যবস্থা নিতে হবে। চুল পড়া ঠেকানোর অন্যতম কার্যকারী ঘরোয়া উপায় হল ব্রাক্ষ্মী তেল। ব্রাক্ষ্মীর মধ্যে অ্যালকালয়েড আছে, যা প্রোটিন কাইনেসের ক্রিয়াকলাপ বাড়ায়। মাথার ত্বকে মালিশ করার জন্য এই তেল হিসেবে লাগানো যায়। চুলের জন্য ব্রাক্ষ্মী তেল খুবই কার্যকারীঃ এই তেল চুল পড়া প্রতিরোধ করে। এটা চুলের বৃদ্ধি বাড়ায়। এছাড়া চুলকানির হাত থেকে মাথার ত্বককে রেহাই দেয় এবং খুশকি হওয়া কমায়। তেল তৈরির জন্য প্রয়োজন আমলকি, ব্রাক্ষ্মী শাক ও তিলের তেল। প্রথমে আমলকি থেতো করে নিন। এরপর ব্রাক্ষ্মী শাক থেতো করে নিন। এরপর আমলকি ও ব্রাক্ষ্মী শাক ফুটন্ত পানিতে ফেলুন এবং ২০ মিনিট ফুটতে দিন। লাল হওয়ার পর ভালো ভাবে মিশে গেলে এবং পানি কমে গেলে নামিয়ে ফেলুন। কাপড়ের মধ্যে মিশ্রণটি নিয়ে ভালো করে ছেকে নিন। এবার ওই তরলের সমান তিলের তেল দিন। তারপর অল্প আঁচে ফুটিয়ে নিন।  যখন দেখবেন পুরো মিশে গিয়েছে দুটি মিশ্রণ এবং ঘন হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেলো ব্রাক্ষ্মী তেল। সূত্র: জি নিউজ

আরও পড়ুন:

বিষয়: