ফিল্ম ক্লাবের সভাপতি হলেন ওমর সানী
নিউজ ডেস্ক
280
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন 'বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডে'র নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হলো শনিবার (৬ ফেব্রুয়ারি)। এক বছর মেয়াদি ফিল্ম ক্লাবের এবারের নির্বাচনে সভাপতি পদে ২৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ওমর সানী। অন্যদিকে ওমর সানীর প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ১৫৮ ভোট।
ওমর সানী ছাড়াও তার পূর্ণ প্যানেলই জয়লাভ করেছে। ওমর সানীর প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক পলাশ (৩১৫), নজরুল রাজ (২৯২) , সৈয়দ রাফিউদ্দিন সেলিম (২২৭), ইঞ্জিনিয়ার এম এ জাহান (২৭৬), শ্রী অজিত রায় নন্দী (২৭২), মো. আবদুল্লাহ্ জেয়াদ (২৮৪), জাহিদ হোসেন (৩৩২), মোজাহারুল ইসলাম ওবায়েদ (৩২৫), এম এ কামাল (২৮২) ও জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর (৩১২)।
শনিবার সকাল ১১টায় ক্লাবটির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হওয়ার পর দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সময়ে ভোট দিতে আসেন চিত্রনায়িকা রোজিনা, মৌসুমীসহ অনেকেই। তবে বিগত বছরের মতো এ বছরের ভোটেও দেখা মেলেনি ডিপজল, শাবনূর, পপিদের মতো তারকাদের।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও

সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
১২ মে ২০২৪

মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
১১ মে ২০২৪

আহমেদ রুবেলকে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’
০৮ ফেব্রুয়ারি ২০২৪

পাভেলের হাত ধরে টাইমস স্কয়ার বিলবোর্ডে বাংলাদেশের ৯ শিল্পী
০৩ ফেব্রুয়ারি ২০২৪

কাঁটাবন মার্কেটে ৪০০ প্রাণীর মৃত্যু স্রেফ অবহেলায়: জয়া আহসান
১৯ জুলাই ২০২১

উদারতা সব বদলে দেয়
২১ জুন ২০২১