ঢাকা মঙ্গলবার
২৮ জানুয়ারী ২০২৫
২১ জুন ২০২১

করোনা আক্রান্ত হয়েছেন রাকুল


নিউজ ডেস্ক
253

প্রকাশিত: ২৩ জানুয়ারীফেব্রুয়ারি ২০২০
করোনা আক্রান্ত হয়েছেন রাকুল



বলিউডে আবারও করোনার থাবা পড়েছে। এবার আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভাইরাসটিতে আক্রান্ত খবরটি সামাজিক মাধ্যমে রাকুল নিজেই জানিয়েছেন। রাকুল প্রীত সিং বলেন, আমি সবাইকে জানাতে চাই আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টিন করে রেখেছি। আমি ভালো অনুভব করছি এবং বিশ্রাম নিয়ে খুব শিগগিরই শুটিংয়ে ফিরবো। আমার সঙ্গে যারা দেখা করেছেন তাদের সবাইকে পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, সবাই নিরাপদে থাকুন। সম্প্রতি রাকুল প্রীত সিং সেলেব্রিটি টক ‘শো সাম জাম সামান্তা’-এ অংশ নেন। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। শো’টি উপস্থাপনা করেছেন সামান্তা আক্কিনেনি। ভারতে করোনার লকডাউন শিথিল হওয়ার পর মহামারিকালীন সকল নির্দেশনা মেনে অর্জুন কাপুরের বিপরীতে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেন ‘ইয়ারিয়া’খ্যাত এই অভিনেত্রী। চলতি সপ্তাহে মুম্বাইয়ে ফিল্ম সিটি স্টুডিওতে এই দুই তারকা তাদের নতুন সিনেমার শেষ দিকের শুটিং করেন। রাকুলকে সর্বশেষ তেলেগু সিনেমা ‘মানমাধুদু ২’তে দেখা গেছে। এছাড়া তার আসন্ন সিনেমার তালিকায় রয়েছে কামাল হাসানের ‘ইন্ডিয়ান ২’, শিবাকার্থিকায়নের সায়েন্স ফিকশন সিনেমা ‘আয়ালান’সহ বেশকিছু সিনেমা।

আরও পড়ুন:

বিষয়: