করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর হাসপাতালে ভর্তি
নিউজ ডেস্ক
221
প্রকাশিত: ০৪ জানুয়ারীফেব্রুয়ারি ২০২০
অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে সাধারণ কাশি ছাড়া অন্য কোনো উপসর্গ তাঁর নেই। শুক্রবার সকালে প্রথম আলোকে নিশ্চিত করেছেন আসাদুজ্জামান নূর নিজেই।
যোগাযোগ করা হলে আসাদুজ্জামান নূর বলেন, ‘বৃহস্পতিবার রাতে কোভিড পজিটিভ ফল এসেছে। তেমন কোনো উপসর্গ ছিল না। বর্তমানে সাধারণ কাশি, সর্দি এবং হালকা জ্বর ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা নেই। তবে বয়স এবং অন্যান্য বিষয় বিবেচনায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। সবাই যেন প্রার্থনা করে, করোনা যেন দ্রুত বিদায় নেয়, পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসতে পারি সবার মাঝে।’১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বামপন্থী রাজনীতি থেকে হয়ে উঠেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও মন্ত্রী। পাশাপাশি সময়ে সাধারণ একজন থিয়েটারকর্মী থেকে হয়ে উঠেছেন কিংবদন্তিতুল্য বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।৭৪ বছর বয়সী আসাদুজ্জামান নূর বর্তমানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
১২ মে ২০২৪
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
১১ মে ২০২৪
আহমেদ রুবেলকে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’
০৮ ফেব্রুয়ারি ২০২৪
পাভেলের হাত ধরে টাইমস স্কয়ার বিলবোর্ডে বাংলাদেশের ৯ শিল্পী
০৩ ফেব্রুয়ারি ২০২৪
কাঁটাবন মার্কেটে ৪০০ প্রাণীর মৃত্যু স্রেফ অবহেলায়: জয়া আহসান
১৯ জুলাই ২০২১
উদারতা সব বদলে দেয়
২১ জুন ২০২১