ঢাকা রবিবার
১৩ জানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

আজ তার চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো ।


নিউজ ডেস্ক
164

প্রকাশিত: ২৪ জানুয়ারীজানুয়ারী ২০২০
আজ তার চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো ।



গানে গানে বিরহের কথা বলে গেছেন তিনি। একস্বপ্নীল সুরের মায়ায় আবিষ্ট করে রেখেছেন লাখো দর্শক-শ্রোতাকে বছরের পর বছর। তিনি বারী সিদ্দিকী। আজ তার চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো । ২০১৭ সালের ২৪ নভেম্বর বারী সিদ্দিকী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন । বারী সিদ্দিকী স্বশরীরে না থাকলেও তার রেখে যাওয়া মায়া জড়ানো গানে দর্শকদের মাঝে অমর হয়ে আছেন। বারী সিদ্দিকীর পুরো নাম আবদুল বারী সিদ্দিকী। শৈশবে পরিবারের কাছে গান শেখার হাতেখড়ি। মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তাঁর আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণিশিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন। ওস্তাদ আমিনুর রহমান একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় বারি সিদ্দিকীকে দেখে তাঁকে আরো প্রশিক্ষণ নেওয়ার প্রস্তাব দেন। এরপর, ছয় বছর ওস্তাদ আমিনুর রহমানের অধীনে প্রশিক্ষণ নেন তিনি। সত্তরের দশকে জেলা শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত হন বারী। বাঁশির জাদুকর, দরাজ কণ্ঠের গায়েন, লোকজ ও আধ্যাত্মিক গানে মাতিয়েছেন বারী সিদ্দিকী। লোকজ ও আধ্যাত্মিক গানের জন্যই তিনি সর্বাধিক পরিচিত  গানের সাধক  তিনি। বাংলা গানে অসামান্য অবদান সারা জীবনই মগ্ন ছিলেন সঙ্গীত সাধনায়।

আরও পড়ুন:

বিষয়: