ঢাকা রবিবার
১৩ জানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

তাহসানের কাছে আমি কৃতজ্ঞ : মিথিলা


নিউজ ডেস্ক
181

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০
তাহসানের কাছে আমি কৃতজ্ঞ : মিথিলা



ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের সংক্রমণকালে অনলাইনে নিজের জীবনের জানা অজানা গল্প শোনালেন মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সাংবাদিক, গায়ক, উপস্থাপক তানভীর তারেকের ‘জীবন যেখানে যেমন’ নামে একটি অনুষ্ঠানের অতিথি ছিলেন মিথিলা। অনুষ্ঠানে মিথিলার কাছে তানভীর জানতে চান তার এতদূর আসার পেছনে কার অবদান কেমন ছিল। উত্তরে তাহসানকে নিয়ে মিথিলা বলেন, আমি দীর্ঘ সময় তাহসানের সঙ্গে থেকেছি। আমি ওর কাছে কৃতজ্ঞ। ও যদি হেল্পফুল না হতো তাহলে এতদূর ক্যারিয়ার করতে পারতাম না। আমি ওর কাছে কৃতজ্ঞ। উল্লেখ্য, ২০০৬ সালে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে গাঠছাড়া বাধেন মডেল-অভিনেত্রী মিথিলা। ২০১৩ সালে এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র কন্যাসন্তান আইরা। নিজেদের মধ্যে নানা কারনে দুরত্বের সৃষ্টি হলে ২০১৭ সালের মে মাসে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। মিথিলা নতুন জীবন শুরু করলেও তাহসান এখনও সিঙ্গেল আছেন।

আরও পড়ুন:

বিষয়: