ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
২১ জুন ২০২১

আন্তর্জাতিক মানের হেয়ার কাট আর্টিস্টিক মাস্টারক্লাস প্রশিক্ষণ শুরু হচ্ছে ঢাকায়


নিউজ ডেস্ক
199

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
আন্তর্জাতিক মানের হেয়ার কাট আর্টিস্টিক মাস্টারক্লাস প্রশিক্ষণ শুরু হচ্ছে ঢাকায়



স্টাফ রিপোর্টার : রাজধানীতে প্রথমবারের মতো নারী উদ্যাক্তাদের হেয়ারস্টাইল এন্ড কাটিংয়ের উপর আন্তর্জাতিক মানের আর্টিস্টিক মাস্টারক্লাস প্রশিক্ষণ শুরু হচ্ছে। রাজধানীর ফার্মগেইটের খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অটোডরিয়ামে আগামী ২৯ এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রদান করবেন আন্তর্জাতিকমানের প্রশিক্ষক এক্স ল’রিয়েল এক্সপার্ট ইন্ডিয়ান সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট ও কসমোটলজিস্ট রাজ চৌধুরি। প্রশিক্ষণে হেয়ারস্টাইল এন্ড কাটিং এর আর্টিস্টিক মাস্টারক্লাস করানো হবে ও হেয়ার সম্পর্কিত বেসিক ও এডভান্স বিভিন্ন তথ্যাদি জানানো হবে। এছাড়া হেয়ার স্টাইলের প্রফেশনাল টেকনিক সম্পর্কে জানা ও একজন নারী উদ্যাক্তাকে হেয়ার এক্সপার্ট হতে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে খুব তাড়াতাড়ি ও সহজে কিভাবে হেয়ার স্টাইল করা যায় তার থিওরি ও চুলের নানারকম সমস্যা ও ট্রিটমেন্ট শেখানো হবে। আর্টিস্টিক মাস্টারক্লাসে যা থাকবে। ★ পাঁচটি হেয়ার কাট উইথ থিওরি এন্ড ডায়াগ্রাম ( ফেইস শেপ, হেড পজিশন,হেয়ার টেক্সার, শাফট অনুযায়ী) ★ পাঁচটি আপগ্রেডেড হেয়ার স্টাইল উইথ প্রডাক্ট নলেজ (মুজ সেটিং, ডাস্ট সেটিং, জেল সেটিং, ব্লো ড্রাই সেটিং) ★ বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে দুইটি রয়েল ব্রাইডাল আপ ডু। প্রশিক্ষণে একজন কর্মঠ আগ্রহী নারী কিভাবে প্রশিক্ষণ গ্রহণ শেষে হেয়ার এক্সপার্ট হয়ে বিউটি পার্লার পরিচালনা করতে পারেন ও প্রতি মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন তার পদ্ধতি শেখানো হবে। মূলত বিউটি পার্লার দিয়ে কিভাবে নিজে নারীরা কোন প্রকার স্বামীর উপর ভরসা না করেই স্বাবলম্বি হতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। দেশের খ্যাতনামা হেয়ার স্টাইলিস্ট, স্পেশালিষ্ট ফর হেয়ার স্কিন এন্ড মেকওভার, সাবেক ল’রিয়েল টেকনিকেল ট্রেইনর, এসেসর অব বাংলাদেশ টেকনিকেল এডুকেশন বোর্ড (বি টি ই বি ) ও ইউনিলিভার বাংলাদেশের এক্স স্কিন কনসালটেন্ট এট পন্ডস ও Groovy Hair Beauti & Spa মিরপুর এর সত্ত্বাধিকারী রোকেয়া টিকলির সরাসরি তত্ত্বাবধানে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে অংশ নিতে পূর্বেই রেজিষ্টেশন করতে হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ- 01798-774920

আরও পড়ুন:

বিষয়: