প্রথমবার শাওন এবং নচিকেতার সুরে ‘ইলশে গুঁড়ি’
নিউজ ডেস্ক
231
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯

স্টাফ রিপোর্টার : নির্মাতা-অভিনেত্রী-কণ্ঠশিল্পী ও কথা সাহিত্যিক হুমায়ূনের আহমেদ’র স্ত্রী মেহের আফরোজ শাওন একটি নতুন কাজের খবর দিলেন।
হ্যাঁ, সম্প্রতি তার কণ্ঠের একটি নতুন গান ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। হুমায়ূন আহমেদ’র প্রয়াণের পর এই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন শাওন। গানটিতে মডেলও হয়েছেন তিনি।
শাওনকণ্ঠের নতুন এই গানের শিরোনাম ‘ইলশে গুঁড়ি’। জুলফিকার রাসেলের কথায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতার সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী।
গান ভিডিও নির্মাতা মীর শরিফুল করিম শ্রাবণ জানান, এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর পর্দার সামনে আসছেন শাওন।
নতুন গান এবং গানের ভিডিওতে অভিনয় প্রসঙ্গে শাওন বলেন, চমৎকার একটা ঘোরলাগা গান। এতে অন্যরকম একটা মায়া ও আবেদন রয়েছে। আছে প্রকৃতিতে ফিরে যাবার বাধাহীন ব্যাকুলতা। আছে নিজের মনের খাঁচা খুলে মুক্ত হবার ইচ্ছা। হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে। ভিডিওতেও এই আবেগগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া প্রথমবার নচিকেতার সুরে গাইলাম। এটা একটা অর্জন, ভাবতেই ভালো লাগছে। আশা করি, সবার মাঝে গান ভিডিওটি একটা ভালোলাগা তৈরি করবে।
কিন্নর দলের পরিবেশনায় সোমবার, ২২ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গান ভিডিওটি প্রকাশ পাবে। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও

সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
১২ মে ২০২৪

মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
১১ মে ২০২৪

আহমেদ রুবেলকে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’
০৮ ফেব্রুয়ারি ২০২৪

পাভেলের হাত ধরে টাইমস স্কয়ার বিলবোর্ডে বাংলাদেশের ৯ শিল্পী
০৩ ফেব্রুয়ারি ২০২৪

কাঁটাবন মার্কেটে ৪০০ প্রাণীর মৃত্যু স্রেফ অবহেলায়: জয়া আহসান
১৯ জুলাই ২০২১

উদারতা সব বদলে দেয়
২১ জুন ২০২১