ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

লিও জেলা ৩১৫ এ১ এর সফল অক্টোবর সেবা সপ্তাহ উদযাপন ।


নিউজ ডেস্ক
76

প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৮
লিও জেলা ৩১৫ এ১ এর সফল অক্টোবর সেবা সপ্তাহ উদযাপন ।



গত ২৯শে সেপ্টেম্বর লিও জেলা কাউন্সিল নির্বাচনের পর এত অল্প সময়ে সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে অক্টোবার সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। লিও জেলা প্রেসিডেন্ট; লিও রিয়াসাত ইসলাম এর সুযোগ্য নেতৃত্বে ৫ই অক্টোবর জেলার ১৫টি লিও ক্লাব এর ২০০ এর বেশি লিও এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে লিওরা রক্তদান কর্মসূচি এবং হাঙ্গার প্রজেক্ট করেন। এরপর ৬ই অক্টোবর লিও ও লায়ন মহাসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জেলার সকল লিওদের নিয়ে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।যেখানে ইন্টারন্যাশনাল ডিরেক্টর; লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ কে সম্বর্ধনা দেওয়া হয়। অক্টোবর মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন লিও ক্লাব একক এবং যৌথভাবে সেবা কার্য পরিচালনা করেছেন। ডায়াবেটিস স্ক্রিনিং টেস্ট, চক্ষু সেবা, হেলথ ক্যাম্প, হাঙ্গার রিলিফ, ডেন্টাল ক্যাম্প, এডুকেশন ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন, ড্রাগ আওয়ার্নেস, ট্রি প্লান্টেশন সহ বিভিন্ন ধরনের সেবা সেবার মাধ্যমে অক্টোবর সেবা সপ্তাহ উদযাপন করেছেন। অক্টোবর সেবা সপ্তাহের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন এম নুরুল হুদা, প্রথম ভাইস গভর্নর লায়ন ডঃ শহিদুল ইসলাম, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন নজরুল ইসলাম শিকদার, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন কর্নেল আশরাফ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন আকতার হোসেন, জি এম টি কোডিনেটর- লায়ন মিজানুর রহমান, জি এল টি কো-অর্ডিনেটর, লায়ন আজিজ হাসান হিরা, ডিস্ট্রিক্ট লিও ক্লাবস চেয়ারপারসন - লায়ন আজহার মাহমুদ ও জেলার বিভিন্ন লায়ন নেতৃবৃন্দ। এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন মাল্টিপল প্রেসিডেন্ট নিও দিপু খান। জেলা ৩১৫ এ১ এর প্রতিনিধি লিও জেলা প্রেসিডেন্ট; লিও রিয়াসাত ইসলাম, ভাইস প্রেসিডেন্ট - লিও জয়ন আরিফ, সেক্রেটারি হিমেল, ট্রেজারার হৃদয় এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা বিভিন্ন সেবামূলক কাজে উপস্থিত ছিলেন। অক্টোবর সেবা সপ্তাহ সফলভাবে উদযাপিত হওয়ায় লিও ও লায়নদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। যা সবাইকে নতুন ভাবে কাজের অনুপ্রেরণা যোগাবে।

আরও পড়ুন:

বিষয়: