ঢাকা সোমবার
০৯ সেপ্টেম্বর ২০২৪
০৫ জুন ২০২৪

দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট


Reporter01
101

প্রকাশিত: ১০ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট Collected from online



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ৩৩৪টি কোম্পানির শেয়ারদর কমেছে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে ডিএসইর প্রধান সূচক কমেছে ৭২ পয়েন্টের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১০ জুন) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭২ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ০৯৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৯৩ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৭৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১০৩ ও ১৮১৪ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৩৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ কোম্পানির শেয়ারদর।


আরও পড়ুন:

বিষয়: