শুটিং স্টার ক্যান্ডেলে সাইড ওয়েতে সূচক
নিউজ ডেস্ক
69
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৮
স্টাফ রিপোর্টার: ১৪ অক্টোবর, রোববার সূচকে শুরুতে বাই প্রেশার থাকলেও বেলা ১টার পরে সেল প্রেশার চলে আসে। ফলে দিন শেষে সূচক ১১.৪ পয়েন্ট বা ০.২১% বেড়ে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে। দীর্ঘ আপ ট্রেন্ডের পর শুটিং স্টার ক্যান্ডেল রিভার্সালের ইঙ্গিত প্রদান করে। বর্তমানে আপ ট্রেন্ড দীর্ঘ না হওয়ায় সূচকের সাইড ওয়েতে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।
গত ১০ অক্টোবর টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী সূচকের সাইড ওয়েতে চলে যাওয়ার সম্ভাবনার কথা বলে হয়েছিল। অতঃপর ১১ অক্টোবর সাইড ওয়ের সম্ভাবনা বিবেচনায় রেখে সূচকে দুর্বল বেয়ারিশ সিগনালের কথা বলা হয়েছিল। আজ সূচকে কোনও বেয়ারিশ ক্যান্ডেলের পরিবর্তে শুটিং স্টার ক্যান্ডেলের আবির্ভাব হয়েছে যা মূলত দুর্বল বেয়ারিশ বার্তা বহন করছে। লক্ষ্য করলে দেখা যাবে গত ৩/৪ দিনের ক্যান্ডেলগুলো একই লেভেলে উঠা-নামা করছে। সূচক শর্ট টার্মে আপ ট্রেন্ডে থাকায় এবং বেয়ারিশ সিগনাল দুর্বল হওয়ায় সূচকের সাইড ওয়েতে থাকার সম্ভাবনাই বেশি। পরবর্তীতে সাইড ওয়ে লেভেল ব্রেক আউট করতে পারলে সূচকের লং টার্ম আপ ট্রেন্ডে চলে যাওয়া সম্ভাবনা বেশি। আর সেটা তখনই সম্ভব হবে যখন সূচক রেজিস্টেন্স লাইন এবং মুভিং এভারেজগুলোকে ক্রস করে উপরে যেতে পারবে।
হাইকিন আশি ক্যান্ডেল অনুযায়ী সূচকে আজও নিউট্রাল ক্যান্ডেলের আবির্ভাব ঘটেছে। টানা ৩ দিন রেজিস্টেন্সে নিউট্রাল ক্যান্ডেল দেখা গেছে। যার মানে সূচক কোনও শক্তিশালী ট্রেন্ড ফলো করে যাওয়ার ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হচ্ছে।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪