দর পতনের শীর্ষে ইনফর্মেশন সার্ভিসেস
নিউজ ডেস্ক
74
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৮
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)বৃহস্পতিবার (১১,অক্টোবর) ৮.৫০ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দাম কমার শীর্ষে (টপটেন লুজার) উঠে এসেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লি.। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।
ডিএসই সূত্র অনুযায়ী,১১,অক্টোবর শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ১০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২৮ ট্রেডে ৮৯ হাজার ৯২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লক্ষ টাকা।
ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ২৫ টাকা ১০ পয়সা থেকে ২৭ টাকা ৮০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১৬ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ৩২ টাকা ৮০ পয়সা।
লুজারে ৮.৭৩ শতাংশ বা ৩২ টাকা ৬০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লি.।কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৩৪০ টাকা ৯০ পয়সা থেকে ৩৭৯ টাকা ০০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৭০ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ৩৭৯ টাকা ০০ পয়সা।
[caption id="attachment_4921" align="alignnone" width="1008"] ডিএসই[/caption]
লুজারে ৮.৭৩ শতাংশ বা ১৮ টাকা ৭০ পয়সা শেয়ার প্রতি দাম কমে তৃতীয় স্থানে রয়েছে লিগাসি ফুটওয়ার লি.।কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ১৯৫ টাকা ৭০ পয়সা থেকে ২১৮ টাকা ০০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৪৫ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ২৮০ টাকা ০০ পয়সা।
লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো,দুলামিয়া কটন স্পিনিং মিলস্ লি.,ইনটেক লি.,লিব্রা ইনফিউশনস লি.,ইস্টার্ন লুব্রিকেন্টস লি.,প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড,অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি.,মিথুন নিটিং এন্ড ডাইং লি.।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪