ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

ক্যান্ডেল বেয়ারিশ হলেও আপ ট্রেন্ডে সূচক


নিউজ ডেস্ক
70

প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৮
ক্যান্ডেল বেয়ারিশ হলেও আপ ট্রেন্ডে সূচক



স্টাফ রিপোর্টার: ১০ অক্টোবর, বুধবার সূচকে শুরুতে খানিকটা বাই প্রেশার থাকলেও কিছুক্ষণের মধ্যেই সেল প্রেশার চলে আসে। ফলে দিন শেষে সূচক ১৯.৬৬ পয়েন্ট বা ০.৩৬% কমে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। গত কালকের এনালাইসিস অনুযায়ী সূচক আজ বেয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে কিছুটা রিভার্স করার চেষ্টা করেছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী সূচক এখন শর্ট টার্ম আপ ট্রেন্ডে রয়েছে। গত কালকে রেজিস্টেন্স লাইনে বাধাগ্রস্থ হয়ে সূচক আজ বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। তবে শর্ট টার্ম ট্রেন্ড লাইন ব্রেক ডাউন না করায় বেয়ারিশ অবস্থা খুব বেশি শক্তিশালী হবেনা। আগামী দিনগুলোতে যদি যথেষ্ট পরিমাণ বাইয়ার চলে আসে তাহলে সূচক শর্ট টার্ম ট্রেন্ড লাইন ধরে আপ ট্রেন্ডে ধাবিত হবে। সূচকের বর্তমান রেজিস্টেন্স ৫৪৭৭ লেভেলে। সূচকের পরবর্তী রেজিস্টেন্স ৫৬৩৩ লেভেলে। হাইকিন আশি ক্যান্ডেল অনুযায়ীও সূচক আপ ট্রেন্ডে চলছে। হাইকিন আশিতে আজ নিউট্রাল ক্যান্ডেলের আবির্ভাব ঘটেছে। এই চার্টে বেয়ারিশ ক্যান্ডেল না আসা পর্যন্ত সূচকের আপ ট্রেন্ডে চলার সম্ভাবনা অনেক বেশি।

আরও পড়ুন:

বিষয়: