ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

ব্লক মার্কেটে প্রাইম ফাইন্যান্সের ২৩ লাখ ১৭ হাজার শেয়ার লেনদেন


নিউজ ডেস্ক
60

প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৮
ব্লক মার্কেটে প্রাইম ফাইন্যান্সের ২৩ লাখ ১৭ হাজার শেয়ার লেনদেন



স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার (৮,অক্টোবর,১৮) ব্লক মার্কেটে ১২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট  লিমিটেডের। ২ ট্রেডে কোম্পানিটির ২৩ লাখ ১৭ হাজার ৬৯৩ টি শেয়ার লেনদেন হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়। ডিএসই জানায়, মূল্যমানের (ভ্যালূর) দিক থেকে প্রথমে রয়েছে গ্রামীণফোন। দ্বিতীয় অবস্থানে অছে স্কয়ারফার্মা তৃতীয় অবস্থানে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড। [caption id="attachment_4744" align="alignnone" width="675"] ডিএসই[/caption] এছাড়া বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লি.,বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ইফাদ অটোস্‌ লিমিটেড,যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং মিলস্‌ লি.,প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্‌ লি.,উত্তরা ব্যাংক লি. এর ব্লক মার্কেটে লেনদেন হয়।    

আরও পড়ুন:

বিষয়: