ডোজির পর বুলিশ ক্যান্ডেলে সূচকে আপ ট্রেন্ডের সম্ভাবনা
নিউজ ডেস্ক
59
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৮
স্টাফ রিপোর্টার: ৮ অক্টোবর, সোমবার সূচকে শুরুতে বাই প্রেশার থাকলেও শেষের দিকে কিছুটা সেল প্রেশার চলে আসে। ফলে দিন শেষে সূচক ৩০.১৩ পয়েন্ট বা ০.৫৬% বেড়ে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। গত কার্যদিবসের ডোজি ক্যান্ডেলের পর আজ বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়ায় তা আপ ট্রেন্ড নির্দেশ করছে।
টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী সূচক আজ শর্ট টার্ম ট্রেন্ড লাইনে এসে বাধাগ্রস্থ হয়েছে। পাশাপাশি সূচক ৪০ দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজেও (ইএমএ-৩০) বাধাগ্রস্থ হয়েছে। সুতরাং কেবলমাত্র মুভিং এভারেজ ও ট্রেন্ড লাইনের বাধা অতিক্রম করতে পারলেই সূচক শর্ট টার্মে আপ ট্রেন্ডে চলে যাবে। আগামীকাল যদি যথেষ্ট পরিমাণ বাইয়ার চলে আসে তাহলে সূচক ট্রেন্ড লাইন ব্রেক আউট করে উপরের দিকে চলে যাবে। অন্যথায় তা আবার শর্ট টার্ম ডাউন ট্রেন্ডের সীমারেখার মদ্ধেই অবস্থান করবে।
এদিকে রেজিস্টেন্স লাইন সূচকের কাছাকাছি অবস্থান করছে। এমতাবস্থায় যদি ট্রেন্ড লাইন ব্রেক আউট করার পাশাপাশি রেজিস্টেন্স লাইনও ব্রেক আউট করে তাহলে সূচক বেশ শক্তি নিয়ে আপ ট্রেন্ডে ধাবিত হবে।
সূচকের বর্তমান সাপোর্ট ৫৩৫০ লেভেলে। সূচকের পরবর্তী সাপোর্ট এবং প্রথম রেজিস্টেন্স যথাক্রমে ৫২৬০ এবং ৫৫৩৮ লেভেলে।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪