টপটেন লুজারে মেঘনা সিমেন্ট
নিউজ ডেস্ক
71
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৮
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)রবিবার (৭,অক্টোবর) ৮,৮৭ শতাংশ বা ৮ টাকা ২০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দাম কমার শীর্ষে (টপটেন লুজার) উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস্ লি.। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।
ডিএসই সূত্র অনুযায়ী,৭,অক্টোবর শেয়ারটি সর্বশেষ ৯১ টাকা ৫০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২৪ ট্রেডে ৪০ হাজার ৭৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৮৯টাকা ০০ পয়সা থেকে ৯৩ টাকা ৬০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৮৮ টাকা ০০ পয়সা ও সর্বোচ্চ ১১৫ টাকা ০০ পয়সা।
লুজারে ৮.৩২ শতাংশ বা ১২ টাকা ০০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ১৭৬ টাকা ৬০ পয়সা থেকে ১৯৭ টাকা ০০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১৩৪ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ২৮৩ টাকা ৩০ পয়সা।
লুজারে ৭.০৭ শতাংশ বা ৫ টাকা ১০ পয়সা শেয়ার প্রতি দাম কমে তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড।কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৫৪ টাকা ০০ পয়সা থেকে ৬১ টাকা ২০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১৬ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ৭৪ টাকা ৫০ পয়সা।
[caption id="attachment_4699" align="alignnone" width="1005"] ডিএসই[/caption]
লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-লিগাসি ফুটওয়ার লি.,দি পেনিনসুলা চিটাগং লিমিটেড,বাংলাদেশ শিপিং কর্পোরেশন(বিএসসি),ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি., বঙ্গজ লি., দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লি.,এমবিএল ১ম মি: ফান্ড।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪