এসএমএ-১০ এর উপরে সূচক, হাইকিন আশিতে পজিটিভ ক্যান্ডেল
নিউজ ডেস্ক
71
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৮
স্টাফ রিপোর্টার: ৩ অক্টোবর, বুধবার সূচকে বাই প্রেশার লক্ষ্য করা যায়। ফলে দিন শেষে সূচক ৪১.৭৩ পয়েন্ট বা ০.৭৮% বেড়ে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। বুলিশ ক্যান্ডেল তৈরির মাধ্যমে সূচক শর্ট টার্ম ট্রেন্ড লাইনের দিকে ধাবিত হচ্ছে।
টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী আজকের বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে সূচক ১০ দিনের সিম্পল মুভিং এভারেজের (এসএমএ-১০) উপরে উঠে গিয়েছে। অর্থাৎ সূচক শর্ট টার্মে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সম্ভাবনা জেগেছে। কিন্তু সূচক বর্তমানে শর্ট টার্মে ডাউন ট্রেন্ডে চলছে। আগামী দিনগুলোতে যদি প্রচুর পরিমাণ বাইয়ার চলে আসে তাহলে সূচক শর্ট টার্ম ট্রেন্ড লাইন ব্রেক আউটের মাধ্যমে গতিধারা পরিবর্তন করবে। অন্যথায় শর্ট টার্ম ট্রেন্ড লাইনে বাধাগ্রস্থ হয়ে আবার নিচের দিকে চলে যাবে।
সূচকের বর্তমান সাপোর্ট ৫৩৫০ লেভেলে। সূচকের পরবর্তী সাপোর্ট এবং প্রথম রেজিস্টেন্স যথাক্রমে ৫২৬০ এবং ৫৫৩৮ লেভেলে।
এদিকে হাইকিন আশি ক্যান্ডেল অনুযায়ী সূচকে আজ পজিটিভ ক্যান্ডেল দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, ২৩ কার্যদিবস পর আজ হাইকিন আশি ক্যান্ডেল অনুযায়ী সূচকে পজিটিভ ক্যান্ডেল এসেছে। আগস্টের ২৯ তারিখে সর্বশেষ পজিটিভ ক্যান্ডেল দেখা গিয়েছিলো। তারপর আজ আবার তা দেখা গেছে।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪