ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

সাপোর্ট লেভেলে বাধাগ্রস্থ সূচক


নিউজ ডেস্ক
62

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮
সাপোর্ট লেভেলে বাধাগ্রস্থ সূচক



স্টাফ রিপোর্টার: ৩০ সেপ্টেম্বর, রোববার সূচকে বাই প্রেশার লক্ষ্য করা যায়। ফলে দিন শেষে সূচক ২৬.০৭ পয়েন্ট বা ০.৪৯% বেড়ে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। সাপোর্ট লেভেলে বাধাগ্রস্থ হয়ে বুলিশ ক্যান্ডেল তৈরির মাধ্যমে সূচক রিট্রেস করার চেষ্টা করছে। তবে সাপোর্ট লেভেল ব্রেক ডাউন করলে সূচক পরবর্তী সাপোর্ট পর্যন্ত চলে যাবে বলে ধারণা করা হচ্ছে। সূচকের বর্তমান সাপোর্ট ৫৩৫০ লেভেলে। সূচকের পরবর্তী সাপোর্ট এবং প্রথম রেজিস্টেন্স যথাক্রমে ৫২৬০ এবং ৫৫৩৮ লেভেলে। সূচক এখনও শর্ট টার্ম ট্রেন্ড লাইনের নিচে অবস্থান করছে।

আরও পড়ুন:

বিষয়: