ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

সাপ্তাহিক লুজারের শীর্ষে ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড


নিউজ ডেস্ক
64

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮
সাপ্তাহিক লুজারের শীর্ষে ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ১৭.৯৮ শতাংশ বা ১৫ টাকা ২৮ পয়সা শেয়ার প্রতি দাম কমে সাপ্তাহিক দাম কমার শীর্ষে (টপটেন লুজার) উঠে এসেছে ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র অনুযায়ী, সপ্তাহের শুরুতে ১৬ সেপ্টেম্বর শেয়ারটি দাম ছিল ৭ টাকা ৭০ পয়সা  এবং সপ্তাহের শেষ কর্ম দিবসে দাম হয়েছে (২০ সেপ্টেম্বর) ৭ টাকা ৩০ পয়সা। গত এক বছরে ডিএসইতে কোম্পানিটির এর সর্বনিম্ন দর ছিল ৭ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ১০ টাকা ৮০ পয়সা। ১৭.২৪ শতাংশ কমে লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড। ১৬.৯৫ শতাংশ কমে লুজারের তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড। [caption id="attachment_4030" align="alignnone" width="1180"] ডিএসই[/caption] সাপ্তাহিক লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- পিএইচপি ফাস্ট মিউচুয়াল ফান্ড, ফাস্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, আই এফ আইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড,পপুলার লাইফ ফাস্ট মিউচুয়াল ফান্ড।  

আরও পড়ুন:

বিষয়: