মুভিং এভারেজ রিট্রেসমেন্টের সম্ভাবনা মার্কেটে
নিউজ ডেস্ক
68
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮
স্টাফ রিপোর্টার: ২০শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচকে বেয়ারিশ ক্যান্ডেল দেখা গেছে। আজ দিনের শুরুতে কিছুটা বাই প্রেশার থাকলেও ১০ মিনিট যেতে না যেতেই সেল প্রেশারে সূচকে ব্যাপক দরপতন ঘটে। অতঃপর ১১টার দিকে সাইড-ওয়েতে চলে গেলেও ১২টা ৪০ মিনিটের পর থেকে প্রচণ্ড সেল প্রেশার চলে আসায় সূচক আবার নিম্নমুখী ধারায় ফিরে যায়। ফলে দিন শেষে সূচক ৩৮ পয়েন্ট বা ০.৬৯% কমে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে।
টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী, আজকের বেয়ারিশ ক্যান্ডেলের মধ্য দিয়ে মার্কেট ৩০ দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজে (ইএমএ-৩০) বাধাগ্রস্থ হয়েছে। তাছাড়াও মার্কেট বর্তমানে ১০ দিনের সিম্পল মুভিং এভারেজের (এসএমএ-১০) নিচে অবস্থান করছে।
বিশ্লেষকদের মতে, আগামী দিনগুলোতে যদি যথেষ্ট পরিমাণ বাইয়ার চলে আসে তাহলে এসএমএ-১০ লাইনটি ইএমএ-৩০ লাইনের কাছাকাছি এসে রিট্রেস করে উপরের দিকে চলে যাবে (বুলিশ সিগনাল)।
বৃহস্পতিবার ডিএসইতে ৮২৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা বেশি। গত বুধবার ডিএসইতে ৮২৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২২৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪