ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

বেয়ারিশ ক্যান্ডেলে সূচকের নিম্নমুখী ধারা অব্যাহত


নিউজ ডেস্ক
68

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮
বেয়ারিশ ক্যান্ডেলে সূচকের নিম্নমুখী ধারা অব্যাহত



স্টাফ রিপোর্টার: ১৬ই সেপ্টেম্বর, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচকে বেয়ারিশ ক্যান্ডেল দেখা গেছে। দিনের শুরুতে সূচক কিছুটা স্থিতিশীল থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূচকের নিম্নমুখী প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। বেলা ১২টা পর্যন্ত সাইড-ওয়ে তে থাকার পর সূচক ডাউন ট্রেন্ডের দিকে ধাবিত হয়। সূচকের এই সেল প্রেশার মার্কেট ক্লোজ হওয়া পর্যন্ত বজায় থাকে। ফলে দিন শেষে সূচক ৩৬.৪৪ পয়েন্ট বা ০.৬৬% কমে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী, আজ ৩০ দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের নিচে চলে গিয়েছে মার্কেট। এদিকে আজকের দরপতনের মধ্য দিয়ে মাইনাস ডিআই লাইন প্লাস ডিআই লাইনকে ক্রস করে উপরে উঠে গিয়েছে। ৫৩৫০ লেভেলের কাছাকাছি অবস্থায় মার্কেটের পরবর্তী সাপোর্টের অবস্থান। রোববার ডিএসইতে ৮০৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে প্রায় ২৬০ কোটি ৫২ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার ডিএসইতে ১০৬৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২২১টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।

আরও পড়ুন:

বিষয়: