ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

যুক্তরাষ্ট্র পরিচালনা করছেন একজন ব্যবসায়ী


নিউজ ডেস্ক
65

প্রকাশিত: ২২ মার্চ ২০১৮
যুক্তরাষ্ট্র পরিচালনা করছেন একজন ব্যবসায়ী



ব্যবসায়ীদের রাজনীতি করা নিয়ে নেতিবাচক মানসিকতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেছেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে এখন একজন ব্যবসায়ী পরিচালনা করছেন।’ পোশাক শিল্পপার্ক প্রতিষ্ঠা করার জন্য ৫০০ একর জমি বরাদ্দের সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে বুধবার রাজধানীর রেডিসন হোটেলে এফবিসিসিআই সভাপতি এ কথা বলেন। এ সময় তিনি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত করতে সবাইকে আহ্বান জানান। সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘অনেকে বলে থাকেন সংসদে ব্যবসায়ীদের সংখ্যা নাকি বেশি হয়ে গেছে। ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবে না। রাজনীতিবিদেরা ব্যবসা করতে পারবে না। এই মানসিকতা থেকে বেড়িয়ে আসা উচিত।’ তিনি বলেন, ‘আমরা অর্থনীতি বিনির্মাণে যে অবদান রাখছি। তার স্বীকৃতি প্রতিটা জায়গা থেকে চাই। আমাদের উৎসাহিত করেন, আমরা আপনাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দেব।’ রেডিসন হোটেলে বিজিএমইএ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মধ্যে জমি বরাদ্দের চুক্তি হয়। এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও বেজার নির্বাহী চেয়ারম্যান এমদাদুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।

আরও পড়ুন:

বিষয়: