রোববার ৬টি কোম্পানির এজিএম
নিউজ ডেস্ক
90
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২১
স্টাফ রিপোর্টার : বছরের শেষ দিন, রোববার ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, সিএমসি কামাল বা আলিফ ম্যানুফ্যাকচারিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং বিচ হ্যাচারি লিমিটেড।
সোনালী আঁশ: এজিএম বেলা সাড়ে ১১টায়, হাউজ নং-৭১, বীর উত্তম এম এ রব সড়ক, ধানমন্ডি আর/এ, ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আলিফ ম্যানুফ্যাকচারিং: এজিএম দুপুর ১২টায়, হোটেল লেক ব্রিজ, ড্যাফোডিলস রোফ টপ, হাউজ-১৫, রোড-৪২, গুলশান-২, ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে আলিফ ম্যানুফ্যাকচারিং ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আলিফ ইন্ডাস্ট্রিজ: এজিএম দুপুর ২টায়, হোটেল লেক ব্রিজ, ড্যাফোডিলস রোফ টপ, হাউজ-১৫, রোড-৪২, গুলশান-২, ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে আলিফ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং : এজিএম কাল সকাল ১০টায়, করপোরেট অফিস, খুলনা মংলা রোড, কাটাখালি, শ্যামবাগাত, লকপুর, ফকিরহাট, বাগেরহাটে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক: এজিএম বেলা ১১টায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রিশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইএএম) ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।
বিচ হ্যাচারি: ২১তম এজিএম বেলা সাড়ে ১১টায় ও ২২তম এজিএম দুপুর সাড়ে ১২টায়, উত্তরা কমিউনিটি সেন্টার, হাউজ-২০, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪