সিএসই-৫০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি অন্তর্ভুক্ত
নিউজ ডেস্ক
63
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৮
স্টাফ রিপোর্টার:চট্টগ্রাম স্টক একচেঞ্জে(সিএসই)-সিএসই-৫০ সূচকে থাকা কোম্পানিগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে। ৫০ সূচকে ৪ কোম্পানিকে বাদ দিয়ে নতুন করে ৪ কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা আগামী ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভূক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে।
নতুন করে যুক্ত করা ৪টি কোম্পানি হলো- বিবিএস ক্যাবলস লিমিটেড, ইফাদ অটোস লি:, সিঙ্গার বাংলাদেশ লি:, দি প্রিমিয়াম ব্যাংক লি:।এ তালিকা থেকে বাদ দেওয়া কোম্পানি হলো- মেঘনা পেট্রোলিয়াম লি:, এবি ব্যাংক লি:, মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লি:, ডেসকো।
চূড়ান্ত ৫০-ইনডেক্স এর কোম্পানীগুলো হলো: এসিআই লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস লি:, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কো: লি:, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, ব্যাংক এশিয়া লি:, বিবিএস ক্যাবলস লিমিটেড, বেক্সিমকো লি:, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লি:, ব্রাক ব্যাংক লিমিটেড, বিএসআরএম স্টীল লি:।,
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লি:, ঢাকা ব্যাংক লি:, ইষ্টার্ণ ব্যাংক লি:, এক্সিম ব্যাংক লি:, জিপিএইচ ইষ্পাত লি:, গ্রামীনফোন লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লি:, ইফাদ অটোস লি:, ইসলামী ব্যাংক লি:, যমুনা অয়েল কোম্পানী লি:, খুলনা পাওয়ার কোম্পানি লি:, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
এছাড়া মার্কেন্টাইল ব্যাংক লি:, এমজেএল বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লি:, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি:, ওয়ান ব্যাংক লি:, ওরিয়ন ফার্মা লি:, পদ্মা অয়েল কোম্পানী লি:, প্রাইম ব্যাংক লি:, পূবালী ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লি:, সিঙ্গার বাংলাদেশ লি:, সোস্যাল ইসলামী ব্যাংক লি:, সাউথইস্ট ব্যাংক লি:, স্কয়ার ফার্মাসিটিক্যালস লি:, স্ট্যান্ডার্ড ব্যাংক লি:, সামিট পাওয়ার লি:, দি সিটি ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়াম ব্যাংক লি:, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি:, ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোটর্স লি:, ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক লি:, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কো: লি: এবং উত্তরা ব্যাংক লিমিটেড।
উল্লেখ্য যে, সিএসই-৫০ ইনডেক্সভূক্ত কোম্পানীগুলোর বাজার মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর বাজার মূলধনের শতকরা প্রায় ৬৩.৮০ ভাগ। এছাড়া ফ্রি ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি ফ্লোট মূলধনের শতকরা প্রায় ৬৭.৮০ ভাগ।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪