ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

টপটেন গেইনারের শীর্ষে ওআইমেক্ম


নিউজ ডেস্ক
67

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৮
টপটেন গেইনারের শীর্ষে ওআইমেক্ম



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার  ৯.৯৩ শতাংশ বা ৪ টাকা ৩০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে দাম বাড়ার শীর্ষে (টপটেন গেইনার) উঠে এসেছে ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে । ডিএসই সূত্র অনুযায়ী,০৫ সেপ্টেম্বর শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ৬০ পয়সা দামে লেনদেন হয়। এদিন মোট ৮৭২ ট্রেডে ১৭ লাখ ৪৯ হাজার ৩৬৯ টি (ভলিউম) শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য প্রায় ৮ কোটি ২০ লাখ টাকা। ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৪৩ টাকা ৮০ পয়সা থেকে ৪৭ টাকা ৬০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৩৯ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ১২০ টাকা ২০  পয়সা। গেইনারে ৯.৬৬ শতাংশ বা ৩ টাকা ২০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দি পেনিনসুলা চিটাগং লিমিটেড । কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৩১ টাকা ৬০ পয়সা থেকে ৩৬ টাকা ৪০ পয়সায় মধ্যে উঠানামা করছে । গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১৯ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৩৮ টাকা ৯০  পয়সা গেইনারে ৯.৬১ শতাংশ বা ৪ টাকা ৭০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং  লিমিটেড । কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৪৯ টাকা ০০ পয়সা থেকে ৫৩ টাকা ৭০ পয়সায় মধ্যে উঠানামা করছে । গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৪১ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ৫৪ টাকা ৪০  পয়সা গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড(৮.৭৪%), বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড(৮.৩৪%), ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড(৮.১৪৫০, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড(৭.৮১%), খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)(৭.৫৭%), আফতাব অটোমোবাইলস লিমিটেড(৭.০৭%), বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের(৬.৭৮%) দাম বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন:

বিষয়: