ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

বসুন্ধরা পেপারের প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীর সব শেয়ার বিক্রয়


নিউজ ডেস্ক
70

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৮
বসুন্ধরা পেপারের প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীর সব শেয়ার বিক্রয়



স্টাফ রিপোর্টার : সদ্য পুঁজিবাজারে  তালিকাভূক্ত বসুন্ধরা পেপার মিলসের প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশের সব শেয়ার বিক্রয় করেছেন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। [caption id="attachment_3166" align="alignnone" width="988"] বিস্তারি দেখ ুন লিংকটিতে  ক্লিক করে।[/caption] ডিএসইতে দুই জুলাই, ২০১৮ তারিখে লেনদেন শুরু হওয়া কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ১১৮ টাকা ০০ পয়সা থেকে ১২২ টাকা ০০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত প্রায় দুই মাসে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল  ১০৯ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ১৯০ টাকা ৫০ পয়সা। সর্বনিম্ন ও সর্বোচ্চ বাজারমূল্যে মধ্যে ৮০.৬ টাকা ব্যবধান হয়েছে। বিস্তারিত ডিএসইতে  দেখ ুন লিংকটিতে  ক্লিক করে। তথ্যানুসারে, বসুন্ধরা পেপার পুঁজিবাজারে ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৫২ টাকা সংগ্রহ করে। এর মধ্যে কাট অফ প্রাইস বা ৮০ টাকা দরে ১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার শেয়ার ইলিজিবল ইনভেস্টরদের কাছে ১২৫ কোটি টাকায় ইস্যু উত্তোলন করে। বাকি ১ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার কাট অফ প্রাইসের ১০ শতাংশ কমে ৭২ টাকা করে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭৪ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৫২ টাকায় বিক্রি করে। কোম্পানিটির প্রসপেক্টাস অনুসারে, আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কারখানার অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, স্থাপনা ও ভূমি উন্নয়ন বাবদ ১৩৫ কোটি, ঋণ পরিশোধ বাবদ ৬০ কোটি এবং বাকি ৫ কোটি টাকা আইপিও প্রক্রিয়ার ব্যয়নির্বাহে খরচ করবে বসুন্ধরা পেপার। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

আরও পড়ুন:

বিষয়: