ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

দাম বৃদ্ধির শীর্ষে কেডিএস এক্সেসরিজ


নিউজ ডেস্ক
70

প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৮
দাম বৃদ্ধির শীর্ষে কেডিএস এক্সেসরিজ



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৯.৯৬ শতাংশ বা ৭ টাকা ৭০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে  দাম বাড়ার শীর্ষে (টপটেন গেইনার) উঠে এসেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র অনুযায়ী, ২৭ অাগস্ট শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা দামে লেনদেন হয়। এদিন মোট  এক হাজার ৭৫৮  ট্রেডে ৯ লাখ ২২  হাজার ২৫৩টি (ভলিউম) শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য প্রায় ৭ কোটি ৫৬ লাখ টাকা। ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য  ৭৭ টাকা ৭০ পয়সা থেকে ৮৫ টাকা ০০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৫৪ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ১২৬ টাকা ১০  পয়সা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইন্ট্রাকো রিফুয়েলিং, বেক্সিমকো, এসকে ট্রিমস, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, এমটিবি,ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা ও ফাইন ফুডস লিমিটেড।

আরও পড়ুন:

বিষয়: