ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

স্যালভোর ‘লিকুইড গ্লুকোজ‘ ইউনিটের উৎপাদন শুরু


নিউজ ডেস্ক
57

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৮
স্যালভোর ‘লিকুইড গ্লুকোজ‘ ইউনিটের উৎপাদন শুরু



স্টাফ রিপোর্টার:  স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের লিকুইড গ্লুকোজ ইউনিটের উৎপাদন বৃহস্পতিবার  শুরু হয়েছে। প্রকল্পটির প্রতিদিন ২৮ মেট্রিক টন  লিকুইড গ্লুকোজ উৎপাদনের ক্ষমতা রয়েছে। লিকুইড গ্লুকোজ খাদ্য ও ওষুধ ইন্ডাস্ট্রিজের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৬ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ বর্ধিত প্রকল্প জিংক সালফাত প্লান্ট পুনর্গঠনের করার সিদ্ধান্ত নেয়। বিদ্যমান জিংক সালফাত প্রকল্পটি শিফট করে নতুন যন্ত্রপাতি সংযোগ ও স্থাপন করা হয়। শেয়ার হোল্ডিং প্যাটার্ন

আরও পড়ুন:

বিষয়: