ঢাকা রবিবার
০৮ সেপ্টেম্বর ২০২৪
০৫ জুন ২০২৪

শেষ কার্যদিবসে উত্থান, বেড়েছে লেনদেনও


Reporter01
64

প্রকাশিত: ৩০ মে ২০২৪
শেষ কার্যদিবসে উত্থান, বেড়েছে লেনদেনও Collected from online



নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের ও সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১১৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৮৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৭৪ কোটি ৪৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩টি কোম্পানির, বিপরীতে ১২৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও পড়ুন:

বিষয়: