ঢাকা বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫
০৫ জুন ২০২৪

লেনদেন বেড়েছে শেয়ারবাজারে


Reporter01
148

প্রকাশিত: ১৬ মে ২০২৪
লেনদেন বেড়েছে শেয়ারবাজারে Collected from online



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৯ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ৫১৭ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন ডিএসইর শরীয়াহ্ সূচক ডিএসইএস ০ দশমিক ৮০ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট কমেছে। ডিএসইতে আজ মোট ৬৭৬ কোটি ৭৯ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২৬ কোটি ৩৩ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১২২ কোম্পানির। বাকি ২১৫ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।


আরও পড়ুন:

বিষয়: