ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

৩৪৩ কোম্পানির দরপতনে লেনদেন ৬৬৪ কোটি টাকা


Reporter01
106

প্রকাশিত: ১৪ মে ২০২৪
৩৪৩ কোম্পানির দরপতনে লেনদেন ৬৬৪ কোটি টাকা Collected from google



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে ৩৪৩ কোম্পানির শেয়ার দর কমেছে। ফলে লেনদেন কমে ৬৬৪ কোটি টাকা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র মতে, মঙ্গলবার (১৪ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮১ দশমিক ১৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৮৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১২২৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৬ দশমিক ০৪ পয়েন্ট কমে ১৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৬৮ কোটি ০২ লাখ টাকা। মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১টি কোম্পানির, বিপরীতে ৩৪৩ কোম্পানির দর কমেছে। আর ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও পড়ুন:

বিষয়: