ঢাকা বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫
০৫ জুন ২০২৪

সূচক কমলেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে


Reporter01
157

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪
সূচক কমলেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে Collected from online



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৯ এপ্রিল ) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১৩ কোটি ৯৫ লাখ টাকা। আজ ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, দর কমেছে ২৭৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।


আরও পড়ুন:

বিষয়: