দরপতনে লেনদেন কমেছে এসএমই মার্কেটে
Reporter01
111
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে দরপতন হয়েছে। একই সঙ্গে এদিন এসএমইতে টাকার অঙ্কেও লেনদেনের পরিমান কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র মতে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৮ পয়েন্টে।
এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ১২টি কোম্পানির। ৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। আর বাকি ১টি কোম্পানির দর আজ অপরিবর্তিত রয়েছে।
আজ এসএমইতে ৭১ লাখ ৯৪ হাজার ১২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৫৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৯৯ লাখ টাকা।
আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ৫ লাখ ১০ হাজার ১৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৪ কোটি ১৫ হাজার টাকা।
বুধবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছেইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৯৫ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২ হাজার ১৪৫ টাকা।
অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে এমকে ফুটওয়্যার পিএলসি। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৮৬ শতাংশ কমেছে।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪