ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে


Reporter01
107

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪
লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে Collected from google



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে (এসএমই প্লাটফর্ম) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৪ দশমিক ০৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ২৯৬ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে ৮টির দর বেড়েছে। দর কমেছে ৮টির বাকি ১টি কোম্পানির দর রোববার অপরিবর্তিত রয়েছে।

এদিন এসএমইতে ২৪ লাখ ৫৭ হাজার ৭৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ১১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ০৮ লাখ টাকা।

রোববার এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্টার এডহেসিভস লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ২ লাখ ২৬ হাজার ১৮৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার টাকা।

রোববার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়ান্ডারল্যান্ড টয়েস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৭ টাকা ১০ পয়সায়।

এদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের। রোববার কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৩ দশমিক ৮২ শতাংশ কমেছে।


আরও পড়ুন:

বিষয়: