ডিএসইতে মূলধন বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
Reporter01
120
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪
স্টাফ রিপোর্টার
বিদায়ী সপ্তাহে (৪ ফেব্রুয়ারি-৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। সপ্তাহটিতে ১৬ হাজার ৪১৯ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি টাকা; যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি টাকায়।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৮ হাজার ৪৭৫ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে; যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ৪ হাজার ৫৮৪ কোটি ৭৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩ হাজার ৮৯০ কোটি ৪৬ লাখ টাকা বা ৮৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ২ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪০ টির, কমেছে ৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪