ঢাকা বুধবার
১৩ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

ইউরোপের বাইরে মন্দার ঝুঁকি কম


নিউজ ডেস্ক
366

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২
ইউরোপের বাইরে মন্দার ঝুঁকি কম



ইউরোপের বাইরে বিশ্বের অন্যান্য দেশে আগামী ১২ মাস পর্যন্ত মন্দার ঝুঁকি কম বলে মনে করে মার্কিন বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাকস। এ কারণে পণ্য কিনতে বিনিয়োগকারীদের উৎসাহিত করছে প্রতিষ্ঠানটি। বহুজাতিক ব্যাংকটি গত সোমবার এক নোটে বলেছে, আসন্ন মন্দার উচ্চতর ভয় সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন পণ্যের দাম কমিয়েছে। এতে ভালো চুক্তির সন্ধানে থাকা বিনিয়োগকারীদের জন্য সেগুলো আরো ক্রয়যোগ্য হয়ে উঠেছে। বিশেষ করে তেলের মাসিক পারফরম্যান্স ছিল গত আট বছরের মধ্যে সবচেয়ে খারাপ। অন্যান্য পেট্রোলিয়াম পণ্য ও ধাতুর দামও রয়েছে আগের সর্বোচ্চ উচ্চতা থেকে অনেক নিচে।   গোল্ডম্যানের অর্থনীতিবিদরা বলেছেন, ‘সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে আমরা দেখতে পাই, অন্য যেকোনো সম্পদ শ্রেণির তুলনায় মন্দার মূল্য বেশি নির্ধারণ করছে ভোগ্য পণ্যগুলো। কিন্তু মন্দা যদি না আসে, তাহলে সেগুলো কেনার এখনই দুর্দান্ত সময়। ’ গোল্ডম্যান স্যাকসের আশা, ঋতু পরিস্থিতি আরো অনুকূল হয়ে উঠলে ভোগ্য পণ্য খাতে নেতৃত্ব দেবে জ্বালানি ও কৃষি। তীব্র জ্বালানি ঘাটতির সময়ে তেলই যখন শেষ অবলম্বন, তখন আমরা বিশ্বাস করি, এ খাতে দীর্ঘস্থায়ী বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ সৃষ্টি হয়েছে। সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড

আরও পড়ুন:

বিষয়: