ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

পর্তুগালকে হারিয়ে 'প্রতিশোধ' সুইজারল্যান্ডের


নিউজ ডেস্ক
210

প্রকাশিত: ১৩ জুন ২০২২
পর্তুগালকে হারিয়ে 'প্রতিশোধ' সুইজারল্যান্ডের



ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো তবে আক্রমণে ভাটা পড়েনি পর্তুগালের। কিন্তু এরপরেও হারতে হয়েছে ফের্নান্দো সান্তোসের দলকে। শুরুর মিনিটেই গোল করে এগিয়ে যায় সুইসরা। এরপর আক্রমণের পর আক্রমণ করেও সমতায় ফেরার রশদ পায়নি পর্তুগিজ। রোববার রাতে 'এ' লিগের দুই নাম্বার গ্রুপের ম্যাচে ঘরের মাঠ স্ত্যাদ দে জেনেভাতে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড। প্রথম লেগে এই পর্তুগালের কাছে ৪-০ ব্যবধানে উড়ে যায় সুইসরা। যদিও সে ম্যাচে জোড়া গোল করা ক্রিস্তিয়ানো রোনালদো আজ ছিলেন না পর্তুগাল স্কোয়াডে। এবারের আসরে এটাই প্রথম জয় সুইজারল্যান্ডের। ম্যাচের ফল আর মাঠের পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। সুইজারল্যান্ড একটি গোল করলেও গোটা ম্যাচ জুড়েই পর্তুগিজদের আক্রমণ ঠেকাতেই ছিল ব্যস্ত। ৫৮ ভাগ বলের দখল নিয়ে সুইসদের পোস্টে ২০টি শট নেয় বের্নাদো সিলভারা। যার মধ্যে লক্ষ্যে ছিল আটটি। তবু পায়নি গোলের দেখা। আর সুইজারল্যান্ড মাত্র পাঁচটি শটের দুটি লক্ষ্যে রেখেই পেয়ে যায় গোল। তাও আবার ম্যাচের প্রথম মিনিটে। একমাত্র গোলটি করেন হ্যারিস সেফেরোভিচ। চার ম্যাচের দুটিতে জয় এবং এক জয় ও হারে ৭ পয়েন্টে দুইয়ে পর্তুগাল। চার ম্যাচে দুই ড্র ও দুই জয়ে আট পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। চার পয়েন্ট নিয়ে তিনে চেক রিপাবলিক। চার ম্যাচে এক জয় ও তিন হারে তিন পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।

আরও পড়ুন:

বিষয়: