ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

আমানতে ৮% ও ঋণে ১২% সুদ নির্ধারণ হচ্ছে


নিউজ ডেস্ক
105

প্রকাশিত: ২৯ মার্চ ২০২২
আমানতে ৮% ও ঋণে ১২% সুদ নির্ধারণ হচ্ছে



ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানেরও ঋণের সর্বোচ্চ সুদহার বেঁধে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকের সর্বোচ্চ সুদ ৯ শতাংশ হলেও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা হবে আরও ৩ শতাংশ বেশি, অর্থাৎ ১২ শতাংশ। কারণ, ব্যাংক থেকে ঋণ নিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ দেয়। পাশাপাশি আমানতের সর্বনিম্ন সুদহার বেঁধে দেওয়া হবে। আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ। সে অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানে রাখা আমানতের সুদ হবে ৮ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ গত রোববার এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, পরিচালনা পর্ষদ সুদহার বেঁধে দেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংক বাজার বিবেচনা করে সুদের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করবে। শিগগিরই তা করা হবে।

আরও পড়ুন:

বিষয়: