ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

অবসর প্রসঙ্গে মেসি, 'বিশ্বকাপের পর কী করব জানি না'


নিউজ ডেস্ক
103

প্রকাশিত: ২৭ মার্চ ২০২২
অবসর প্রসঙ্গে মেসি, 'বিশ্বকাপের পর কী করব জানি না'



পাকা করে কিছু এখনই বলা না গেলেও ইঙ্গিতটা তেমনই। আগামী নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া কাতার বিশ্বকাপের আগে নিজেদের মাঠে আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার। বুয়েন্স এইরেসে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচটিই ছিল শেষ। ম্যাচের পর জাতীয় দলের জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন মেসি। তার বক্তব্যে বোঝা গেল, অবসর ভাবনা খেলা করছে তার মনে।

শনিবার বাংলাদেশ সময় সকালে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর ম্যাচে মেসি ছিলেন সেরা ছন্দে। ক্লাব পর্যায়ে পিএসজির হয়ে ভুগলেও সেই সংগ্রামের ছিটেফোঁটাও দেখা যায়নি লা বোম্বোনেরায়। ম্যাচ জুড়ে ছিল রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ডের ছিল সরব উপস্থিতি। গোলের জন্য তিনি ছিলেন মরিয়া। শেষমেশ ৮২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। আনহেল দি মারিয়ার ক্রসে আকাশি-সাদা জার্সিতে ৮১তম গোলের স্বাদ নেন আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

৫০ হাজারের বেশি দর্শকে টইটুম্বুর স্টেডিয়ামে ছিল কেবল একটিই রব। 'মেসি... মেসি...' স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারিদিক। তারাও যেন আঁচ করতে পারেন, আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ হতে পারে এটি! ভক্তদের ভালোবাসায় সিক্ত মেসি পরেও দেন যোগ্য প্রতিদান। সতীর্থদের নিয়ে মাঠে দেন 'ল্যাপ অব অনার'। সেখানেও কি মিশে থাকল বিদায়ের আভাস?

ভেনেজুয়েলাকে উড়িয়ে গণমাধ্যমের কাছে আর্জেন্টিনার জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা শোনান মেসি, 'বিশ্বকাপের পর কী করব, তা আমি জানি না। সামনে কী ঘটতে পারে, তা নিয়ে ভাবছি আমি। কাতার (বিশ্বকাপের) পর অনেক কিছু নিয়েই আমাকে নতুন করে ভাবতে হবে।'

ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া মেসির বয়স আগামী জুনে স্পর্শ করবে ৩৫। অবসর প্রসঙ্গে তিনি আরও জানান,'(জাতীয় দলের হয়ে) খেলা চালিয়ে যাব কিনা, তা আমি জানি না। সত্যিই আমি জানি না। (বিশ্বকাপের পর) কী ঘটবে বা কী করব, তা নিয়ে ভাবছি আমি। এই মুহূর্তে আমি কেবল ইকুয়েডর ম্যাচ (আগামী বুধবার) এবং জুন ও সেপ্টেম্বরের প্রস্তুতিমূলক ম্যাচগুলো নিয়ে ভাবছি। আশা করি, সব কিছু ভালোমতো এগোবে। তবে এটা নিশ্চিত, বিশ্বকাপের পর অনেক কিছু বদলে যাবে।' ভেনেজুয়েলার বিপক্ষে জয়ে সমৃদ্ধ হয়েছে মেসির অর্জনের ঝুলিও। গত ১২ বছরে তিনি গোল করেছেন, এমন কোনো ম্যাচে হারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আরও পড়ুন:

বিষয়: