কুতুবউদ্দিনের শেয়ার কেনার ঘোষণায় এনভয় টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে
নিউজ ডেস্ক
113
প্রকাশিত: ১৫ মার্চ ২০২২
বিশ্বের প্রথম প্লাটিনাম-সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এনভয় গ্রুপ ছেড়ে যাওয়ার পরেও এর হোল্ডিং বাড়াচ্ছেন।
সোমবার (১৪ মার্চ) কুতুবউদ্দিন আহমেদ এবং তার পরিবার এনভয় টেক্সটাইলের মালিকানা বাড়ানোর জন্য শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তথ্য অনুসারে, একই দিনে তারা প্রায় ৮৮ কোটি টাকা ব্যয়ে কোম্পানির ১২.৩৪% শেয়ার কিনে নিয়েছেন। কুতুবউদ্দিন আহমেদ, তার ছেলে তানভীর আহমেদ এবং মেয়ে সুমাইয়া আহমেদ এনভয় টেক্সটাইলের যথাক্রমে ২.৬১ শতাংশ, ৭.১২ শতাংশ এবং ২.৬১ শতাংশ শেয়ার কিনেছেন। ডিএসইতে প্রতিটি শেয়ার ৪৬ টাকা মূল্যে কিনেছেন তারা। এসব শেয়ার তারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানা থেকে কিনেছেন।
বর্তমানে কুতুবউদ্দিন আহমেদের ছেলে ও মেয়ে কোম্পনির পরিচালক, আবদুস সালাম মুর্শেদী ব্যবস্থাপনা পরিচালক এবং তার ছেলে ও মেয়ে পরিচালকের দায়িত্ব পালন করছেন। ৯ মার্চ এনভয় গ্রুপ থেকে আলাদা হয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা কুতুবউদ্দিন আহমেদ। তার ব্যবসায়িক পার্টনার আবদুস সালাম মুর্শেদীর কাছে গ্রুপটির মালিকানা হস্তান্তর করেছেন তিনি। তবে গ্রুপটির ফ্ল্যাগশিপ কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের মালিকানা ধরে রেখেছেন দুজনেই। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবেই চলবে বলে জানান তারা।
কুতুবউদ্দিন আহমেদ বলেন, এনভয় টেক্সটাইলে আমাদের হোল্ডিং বাড়াতে আমরা শেয়ার কিনেছি। এর আগে জানুয়ারি মাসে কুতুবউদ্দিনের মালিকানাধীন ফন্টিনা ফ্যাশন লিমিটেড এনভয় টেক্সটাইলের ২৪ লাখ শেয়ার কিনেছিল। এছাড়া আবদুস সালাম মুর্শেদী বলেন, আমরা এনভয় গ্রুপের দায়িত্ব নিয়েছি; এর সমস্ত ইউনিট সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, এনভয় গ্রুপের মালিকানা বদল বাবদ অনেক টাকা পেয়েছেন কুতুবউদ্দিন। সেই টাকা দিয়ে তিনি টেক্সটাইল কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করছেন। শেয়ারবাজারের কোম্পানিটিতে তিনি তার হোল্ডিং বাড়াতেই পারেন। এদিকে, কুতুবউদ্দিনের শেয়ার কেনার ঘোষণায় ডিএসই-তে কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ শতাংশ বেড়ে শীর্ষ দশের (টপ টেন গেইনার) তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে।
সোমবার ডিএসইতে এর শেয়ার দর ৪৬.৮০ টাকায় পৌঁছেছে, যা আগের দিনেও ছিল ৪২.৭০ টাকা।বর্তমানে এনভয় টেক্সটাইলের পরিশোধিত মূলধন ১৬৭.৭৩ কোটি টাকা। কোম্পানিটি ২০১২ সালে শেয়ারবাজারে ৩০টাকা দরে শেয়ার ছেড়ে ব্যবসা সম্প্রসারণের জন্য সংগ্রহ করেছিল ৯০ কোটি টাকা।
ডিএসই সূত্রে জানা যায়, কুতুবউদ্দিন আহমেদের পরিবারের কাছে এনভয় টেক্সটাইলের ১৩.৫৪ শতাংশ শেয়ার রয়েছে। সোমবারে কেনা শেয়ার যোগ হলে এই হোল্ডিংস দাঁড়াবে ২৫.৮৮ শতাংশে। অপরদিকে, আবদুস সালাম মুর্শেদী ও তার পরিবারের কাছে এনভয় টেক্সটাইলের ১৩.৮৬ শতাংশ শেয়ার রয়েছে ১৯৮৪ পোশাক খাতের মাধ্যমে যাত্রা শুরু করা এনভয় গ্রুপের আওতায় এখন রয়েছে ৪০টি প্রতিষ্ঠান। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৪০ কোটি ডলারেরও বেশি।
স্পিনিং বা সুতা উৎপাদন প্রকল্প সম্প্রসারণ ইউনিট স্থাপন করবে এনভয় টেক্সটাইল এনভয় টেক্সটাইল লিমিটেড একটি সম্প্রসারণ ইউনিট স্থাপনের মাধ্যমে স্পিনিং প্রকল্পের উৎপাদন ক্ষমতা বাড়াতে ১৭৬ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা হবে বছরে ৩ হাজার ৭১০ টন সুতা। মোট বিনিয়োগের মধ্যে কোম্পানি তার আয় থেকে ৫৬ কোটি টাকা দেবে এবং বাকি টাকা আসবে ব্যাংক থেকে।
পাশাপাশি প্রতিষ্ঠানটি সাড়ে ৬ থেকে সাড়ে ৭ শতাংশ হারে ২০০ কোটি টাকার অ-পরিবর্তনযোগ্য জিরো-কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে কোম্পানিটি তার নতুন গ্যাস-চালিত ১৯ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের অর্থায়নে এবং কিছু ব্যাংক ঋণ পরিশোধের জন্য ১৬৮.৪ কোটি টাকা ব্যবহার করবে।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪