বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন দিনে লোকসান ৮০ কোটি টাকা
নিউজ ডেস্ক
110
প্রকাশিত: ১৫ মার্চ ২০২২
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতিদিন ৮০ কোটি টাকা লোকসান দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। লোকসানের পরিমাণ মাসে প্রায় আড়াই হাজার কোটি টাকা। এই অবস্থায় জ্বালানির দাম স্থিতিশীল রাখার চিন্তা করা হচ্ছে। লোকসান রেখে ভর্তুকি বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে, তবে আরো বাড়লে কী হবে, তা এখন বলা মুশকিল। গতকাল সোমবার বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ (এফইআরবি) ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানির (এনডাব্লিউপিজিসিএল) যৌথ উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানান। এফইআরবি চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎসচিব হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মাহাবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন ও এনডাব্লিউপিজিসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এম খোরশেদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফইআরবি নির্বাহী পরিচালক রিসান নসরুল্লাহ।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আগামী ২১ মার্চ শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে দেশের সবচেয়ে বড় বিদ্যুেকন্দ্র এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গত ১৩ বছরে পাঁচ গুণ বেড়েছে। ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎসহ দেশে এখন ক্ষমতা ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। আরো ১৩ হাজার ২১৯ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদ্যুেকন্দ্র নির্মাণাধীন। ভারত থেকে বর্তমানে এক হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। ’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ জ্বালানি খাতের উন্নয়ন কমকাণ্ডে ইউক্রেন যুদ্ধের সরাসরি কোনো প্রভাব এখনো পড়েনি। সব উন্নয়ন কমকাণ্ড সঠিক গতিতে চলছে। ঘোড়াশাল বিদ্যুেকন্দ্রে রাশান কম্পানি কাজ করছে, গ্যাজপ্রম কূপ খননে কাজ করছে। তাদের কাজে যুদ্ধের কোনো প্রভাব লক্ষণীয় নয়। ’
গ্যাসের উৎপাদন বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাস উৎপাদন বাড়াতে পার্বত্য এলাকায় গভীর কূপ খনন করার পরিকল্পনা করা হয়েছে। তবে সেখান থেকে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। অন্যদিকে আমাদের চাহিদা বাড়ছে হাজার হাজার ঘনফুট। ’
কাতার সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের কাছে দীর্ঘমেয়াদে ১.৫ মিলিয়ন এমএমসিএফডি আমদানির অনুরোধ করেছি। তারা দু-এক দিনের মধ্যে এ বিষয়ে আমাদের জানাতে চেয়েছে। আমরা তাদের কাছ থেকে এলএনজি আমদানি করছি। আমাদের চুক্তিতে দুই ধরনের অপশন রয়েছে, আমরা সর্বোচ্চ পরিমাণে গ্যাস সরবরাহের বিষয়ে বিবেচনা করার অনুরোধ করেছি। ’
বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও এখনো শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে পারেনি। সন্দ্বীপে, রাঙ্গাবালী দ্বীপেও বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, ওই অঞ্চলের মানুষও এক সময় বিশ্বাস করতে চায়নি বিদ্যুৎ পাবে বলে। হাতিয়া নিঝুম দ্বীপে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। যমুনা, তিস্তার অনেক দূর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।
এনডাব্লিউপিজিসিএলের সিইও এ এম খোরশেদুল আলম বলেন, ‘এক হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি ৩৬ মাসের মধ্য নির্মাণ সম্পন্ন হয়েছে। বিশ্বে সবচেয়ে কম সময়ে আধুনিক কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণের রেকর্ড। ’
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪