ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

শেলটেক ব্রোকারেজ ও জেডএজি ট্রেডারের চুক্তি


নিউজ ডেস্ক
114

প্রকাশিত: ০৮ মার্চ ২০২২
শেলটেক ব্রোকারেজ ও জেডএজি ট্রেডারের চুক্তি



দেশের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ শেলটেক ব্রোকারেজ লিমিটেড দুবাইভিত্তিক আইটি প্রতিষ্ঠান জেডএজি ট্রেডার পিএলসি (ZAGTrader PLC) এর কাছ থেকে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস নিচ্ছে। এ লক্ষ্যে আজ সোমবার (৭ মার্চ) রাজধানী ঢাকার পান্থপথের এনভয় টাওয়ারে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির শর্ত অনুসারে, শেল্‌টেক্ ব্রোকারেজ লিমিটেডের গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে জেডএজি ট্রেডার্, শেল্‌টেক্ ব্রোকারেজ লিমিটেডকে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। জেডএজি ট্রেডার্ পিএলসি বর্তমানে এক মিলিয়নেরও বেশি ক্লায়েন্ট সহ সারা বিশ্বে পরিসেবা দিচ্ছে। চুক্তিকৃত ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) সিস্টেমটি এর ব্যবহার সুবিধা এবং নিরাপত্তা বৈশিষ্ট্যের জন্য সর্বত্র সমাদৃত। অপরদিকে, শেলটেক ব্রোকারেজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষস্থানীয় ব্রোকারেজহাউসগুলির মধ্যে একটি। পুঁজিবাজারে স্বল্প সময়ে শেলটেক ব্রোকারেজ হাজার হাজার গ্রাহক ও নিয়ন্ত্রকদের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ও শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক মঈন উদ্দিন, সিইও মেসবাহ উদ্দিন খান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেডএজি ট্রেডার্ এর পক্ষ থেকে লিডস কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ ওয়াহিদ, প্রধান বিপণন কর্মকর্তা আনিসুর রহমান খান এবং জেডএজি ট্রেডার্ পিএলসি (ZAGTrader PLC) এর অন্যান্য স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

বিষয়: