প্লাস্টিক রিসাইক্লিং করে সফল মোজাম্মেল
নিউজ ডেস্ক
100
প্রকাশিত: ০৭ মার্চ ২০২২
দামে সাশ্রয়ী, সহজে ব্যবহারযোগ্য, কম ঝুঁকিপূর্ণ ও টেকসই ইত্যাদি কারণে সারাবিশ্বে প্লাস্টিক পণ্যের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন ধরনের পলিথিন ব্যাগ, গৃহস্থালির প্লাস্টিক, কসমেটিক প্লাস্টিক, প্লাস্টিকের বোতল, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিকের বিভিন্ন পণ্যের বেশির ভাগই পুনঃচক্রায়ন করা হয় না। ফলে এগুলো দিন দিন পরিবেশের বর্জ্যে পরিণত হচ্ছে এবং দূষণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। পরিবেশ বিজ্ঞানীদের এক জরিপে দেখা যায়, মাত্র ৯ শতাংশ প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াকরণ করা হচ্ছে, যা পরিমাণের তুলনায় খুবই নগণ্য।
প্লাস্টিকের বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে পুরনো প্লাস্টিক থেকে নতুন ঝুড়ি, প্লেট, জগ, মগ, চেয়ার, বালতি, বোতাম, ক্লিপ, হ্যাঙ্গার, চামচ, টেবিল, পলিস্টার ফাইবার ইত্যাদি বিশেষ করে বল, খেলনা গাড়ি, পোশাক খাতের সরঞ্জাম, গৃহনির্মাণসামগ্রী থেকে শুরু করে পোলট্রি ও মৎস্য খাতের বিভিন্ন পণ্য, গাড়ি ও সাইকেলের যন্ত্রাংশ এবং কম্পিউটারের উপকরণ তৈরি হচ্ছে। এ ছাড়াও, অফিসে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে স্কেল, বলপেন, পেপারওয়েট, কভারফাইল ইত্যাদি পণ্য।
দেশে প্রায় ৩০০ শতাধিক প্লাস্টিক কোম্পানির মধ্যে বর্তমানে প্লাস্টিক রিসাইক্লিংয়ে অন্যতম মিরপুরের মালেকা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ এবং কেরানীগঞ্জের এ অ্যান্ড এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, যে দুটি কোম্পানিরই মালিক তরুণ উদ্যোক্তা ও সফল শিল্পপতি মোজাম্মেল হোসাইন। প্রতিবছরই প্লাস্টিক রিসাইক্লিং করে আয় করে থাকেন কোটি কোটি টাকা। বছরান্তে প্রায় ৫ কোটিরও বেশি পণ্য উৎপাদন করে থাকে তার কোম্পানি।
মোজাম্মেল হোসাইন জানান, বিভিন্ন মাধ্যমে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক সংগ্রহ করেন এবং পরে সেগুলোকে রিসাইক্লিং করে বিভিন্ন পণ্যে রূপান্তর করে দেশের সর্বত্র সরবরাহ করে থাকেন।
তিনি বলেন, ‘দেশে আমার দুটি প্লাস্টিক কোম্পানি রয়েছে, যেগুলো থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক সংগ্রহ করে সেগুলোকে রিসাইকেল কারখানায় এনে বাছাই করে আলাদা করি এবং বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে নতুন পণ্য উৎপাদন করে থাকি। সেই পণ্যগুলো শুধু দেশেই সরবরাহ করা হয়। এগুলো বিদেশে রপ্তানি করা হয় না। প্রতিবছর প্রায় ৫ কোটিরও বেশি পণ্য উৎপাদিত হয় আমার কোম্পানি থেকে। প্রতিটি স্তরে আমি নিজে সবকিছু দেখাশোনা করি এবং সবকিছু আমাকেই দেখতে হয়।’ তিনি আরও বলেন, শুধু নিজের সততা আর চেষ্টায় আজকে আমি এতদূর আসতে পেরেছি, এজন্য সৃষ্টিকর্তার কাছে আমি অশেষ কৃতজ্ঞ। সেইসঙ্গে আমার পরিবার এবং আমার অধীনস্থ যারা কর্মচারী আছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪